আজ থেকে ফের টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট: March 6, 2022 |
print news

চলতি বছরের নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ রোববার (৬ মার্চ) সকাল থেকে এর কার্যক্রম শুরু হচ্ছে।

ঢাকা মহানগরে ১৫০টি ট্রাকে বিক্রি হবে টিসিবির পণ্য। এ দফায় বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত চলবে। পরে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ফের পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন বিক্রি হবে টিসিবির পণ্য।

ঢাকা ছাড়া অন্য সব মহানগর, জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রি কার্যক্রম ১৫ মার্চ থেকে শুরু হবে।

টিসিবি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে দুইবার করে সুলভ মূল্যে পণ্য দেবে টিসিবি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর