বর্তমানে দেশে সারের কোনও ঘাটতি নেই : কৃষিমন্ত্রী

আপডেট: March 7, 2022 |
print news

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই। তবে কোনো কারণে দাম একটু এদিক-সেদিক থাকতে পারে।’

সোমবার (৭ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে কয়েকগুণ বেশি দামে সার কিনতে হচ্ছে। তবে স্থানীয় বাজারে ভর্তুকি মূল্যে বিক্রি করা সারের দাম বাড়াতে পারছে না সরকার। ফলে ভর্তুকির পরিমাণ যাচ্ছে বেড়ে।

তিনি জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে দেশে প্রথমবারের মতো ৩৬তম এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের চারদিনের আঞ্চলিক সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ৮ থেকে ১১ মার্চ পর্যন্ত এ সম্মেলন চলবে।

করোনার কারণে এবার সরাসরি ও ভার্চুয়াল এই সম্মেলন হবে। এতে অংশ নিতে ইতোমধ্যে ৪৩টি সদস্য রাষ্ট্র, এফএওর মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির ৯০০ জন প্রতিনিধি নিবন্ধন করেছেন। সম্মেলনে সদস্য দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন সম্মানিত সদস্যও অংশ নেবেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর