যুদ্ধে রাশিয়ার সামরিক নেতা নিহত হয়েছে: ইউক্রেন

আপডেট: March 8, 2022 |

খারকিভের কাছে যুদ্ধের সময় রাশিয়ার সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা। তবে এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। আর রাশিয়াও এনিয়ে কোনও মন্তব্য করেনি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত ভিটালি জেরাসিমোভ ছিলেন একজন মেজর জেনারেল। তিনি রাশিয়ার কেন্দ্রীয় সামরিক জেলার ৪১তম বাহিনীর চিফ অব স্টাফ এবং ফার্স্ট ডেপুটি কমান্ডার ছিলেন।

ইউক্রেনের বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনীর বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত এবং আহত হয়েছে।

ইউক্রেনীয় গোয়েন্দারা জানিয়েছেন, ভিটালি জেরাসিমোভ দ্বিতীয় চেচনিয়া যুদ্ধে অংশ নেন। সিরিয়ায় রুশ সেনা অভিযানেও ছিলেন তিনি। ‘ক্রিমিয়া ফেরত আনায়’ তিনি মেডেলও পেয়েছেন।

ইউক্রেনীয় কর্মকর্তারা একটি ছবি প্রকাশ করে দাবি করেছে এটিই নিহত মেজর জেনারেল ভিটালি জেরাসিমোভ।

সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর