সংসদের সপ্তদশ অধিবেশন শুরু ২৮ মার্চ

আপডেট: March 10, 2022 |
print news

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮ মার্চ বসবে। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন বসবে। সংবিধানের বিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। এর আগে গত ২৭ জানুয়ারি শেষ হয় সংসদে ষোড়শ অধিবেশন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর