‘রাসায়নিক হামলা চালালে চড়া মূল্য দিতে হবে’

আপডেট: March 13, 2022 |
print news

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ১৭ দিন চলছে। তবে দেশটিতে রাসায়নিক হামলার বিষয়ে কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করছে, রাশিয়া ইউক্রেনে যেকোনো সময় রাসায়নিক হামলা চালাতে পারে।

এরই মধ্যে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক হামলা চালালে রাশিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বাইডেন বলেন, ‘আমার কাছে যে গোয়েন্দা তথ্য আছে, সে বিষয়ে কিছু বলব না। কিন্তু রাসায়নিক অস্ত্রের ব্যবহার করলে রাশিয়াকে সত্যি চড়া মূল্য দিতে হবে।’

অবশ্য রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এরপরও হোয়াইট হাউসের পক্ষ থেকে বারবার এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর