একদিনে সৌদিতে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
আপডেট: March 13, 2022
|

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এটি দেশটির আধুনিক ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। শনিবার সৌদির রাষ্ট্রীয় সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, দেশটিতে একদিনে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এর আগে, গত বছর দেশটিতে মোট ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
মৃত্যুদণ্ড কার্যকর করা ৮১ জনের মধ্যে ৭৩ জন সৌদি আরবের নাগরিক। এ ছাড়া ৭জন ইয়েমেন ও একজন সিরিয়ার নাগরিক। সবাই একাধিক ঘৃণ্য অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, ইয়েমেনের হুথি বিদ্রোহী কিংবা সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছিলেন।