আজ বিকেলে ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: March 15, 2022 |
print news

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশে আসছেন আজ।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে তার ঢাকায় পৌছনোর কথা রয়েছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নেওয়া তাঁর এ সফরের লক্ষ্য।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় পলিটিক্যাল কনসালটেশন হবে বুধবার। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে আজ নৈশভোজের আয়োজন করেছেন। সফরকালে তিনি ভার্চুয়াল অনুষ্ঠানে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরের আগে গত ২ মার্চ ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর