দাদা-দাদির পাশেই শায়িত হবেন হাদিসুর

আপডেট: March 15, 2022 |

ইউক্রেনে নিহত হাদিসুরের মরদেহ তার গ্রামের বাড়িতে। মঙ্গলবার (১৫ মার্চ) জানাজা শেষে মসজিদের পাশে তার দাদা-দাদির কবরের পাশেই দাফন করা হবে বলে জানিয়েছেন হাদিসুরের চাচা মাকসুদুর রহমান ফোরকান।

মরহুমের জানাজা নামাজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় তার নিজ বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারের পূর্ব পাশের মাঠে অনুষ্ঠিত হবে।

নিহত হাদিসুর রহমান আরিফ (৩৩) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের ছেলে। চার ভাই বোনের মধ্যে হাদিসুর দ্বিতীয়। তিনি বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

এর আগে, বুধবার (০৩ মার্চ) ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়। এতে জাহাজে আগুন ধরে নিহত হন হাদিসুর।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর