সৌদি আরবে যাচ্ছেন বরিস জনসন

আপডেট: March 15, 2022 |
print news

ইউক্রেন-রাশিয়া সংকটের মধ্যেই হঠাৎ ঘোষণা এলো সৌদি আরব সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের দ্য টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন চলতি সপ্তাহেই সৌদি সফর করবেন।

ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, এ খবর সামনে আসতে না আসতেই সোমবার ব্যারেল প্রতি তেলের দাম প্রায় চার ডলার কমেছে। বিশ্ব শেয়ারবাজারেও ভালো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফ্রাঙ্কফুর্ট, প্যারিস আর টোকিওর বেঞ্চমার্ক বেড়েছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যাণ্ডপি ফিউচার ০.৫ শতাংশ এবং ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ফিউচার ০.৭ শতাংশ বেড়েছে।

তবে চীনের শেনজেনে করোনা ঠেকাতে নতুন করে লকডাউন দেয়ায় হংকং ও সাংহাইয়ের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে। হুয়াওয়েসহ চীনের বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানি শেনজেনে অবস্থিত। রোববার নতুন করে ৬০ জন করোনায় সংক্রমিত হওয়ায় শেনজেনে লকডাউন দেয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেলের দাম বাড়তে শুরু করে। সেটা কমাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে তেল উৎপাদন বাড়াতে অনুরোধ করেছে পশ্চিমা বিশ্ব। কিন্তু এখন পর্যন্ত তাতে সাফল্য আসেনি।

ইয়েমেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাশগজি হত্যা ইস্যুতে পশ্চিমের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে বর্তমানে টানাপোড়েন চলছে। এই অবস্থায় সৌদি আরবের মন গলাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটিতে সফরে যাচ্ছেন।

কিন্তু সৌদি আরবে একদিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কয়েকদিনের মধ্যে দেশটির কাছে সহায়তা চাওয়া ঠিক কিনা- এই প্রশ্নের জবাবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ টাইমস রেডিওকে বলেন, ইউরোপে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সময় প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সৌদি আরবের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া এবং একসঙ্গে কাজ করতে চাওয়াটা যুক্তিসঙ্গত।

এর আগে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত ৮১ জনের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কয়েকজনের মধ্যে আল-কায়েদা, জঙ্গিগোষ্ঠী আইএস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থক রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর