আলোচনায় অগ্রগতি দেখছে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন

আপডেট: March 17, 2022 |
print news

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর কিছু আশা দেখা যাচ্ছে। রাশিয়ার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, নিরপেক্ষ মর্যাদা নিয়ে এখন গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে। রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে দরকষাকষি হচ্ছে।

এদিকে, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে চলমান শান্তি আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে ইঙ্গিত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে দুই পক্ষের আলোচনার পর এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আলোচনা বাস্তবসম্মত পথে আছে।

দুই পক্ষের এমন বক্তব্যের পর চলমান যুদ্ধ অবসানের সম্ভাবনা দেখছেন অনেকেই।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরপর দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হলেও তেমন একটা অগ্রগতি দেখা যায়নি। সর্বশেষ গতকাল মঙ্গলবার অনলাইনে আবারও দুই পক্ষের আলোচনা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর