নবীনগরে সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মৃত্যু

আপডেট: March 18, 2022 |
print news

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা রোজা রাখার উদ্দেশ্য রান্না করতে গেলে এই বিস্ফোরণ ঘটে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীপুর গ্রামের আবু হাশেম মিয়ার স্ত্রী জমিলা আক্তার (৬৫) ও লাপাং গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী হেনা বেগম (৬০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জমিলা আক্তার বৃহস্পতিবার ভোররাতে শবেবরাতের রোজা রাখার উদ্দেশ্য রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে দুই বোনের শরীর ঝলসে যায়। আশংকাজনক অবস্থায় তাদের দুই বোনকে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

নবীনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া হাসাপাতালে বড় বোন ও ঢাকা নেওয়ার পথে ছোট বোনে মৃত্যু ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের ফলেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরু আজ্জম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটে। তারা ভোর রাতে শবেবরাতে রোজা রাখার জন্য রান্না বসালে এই ঘটনাটি ঘটে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর