ওমরাহ শেষে সৌদিতে অবস্থান করলেই জরিমানা

আপডেট: March 18, 2022 |

হজ ও ওমরাহ শেষে অতিরিক্ত সময় সৌদি আরবে অবস্থান করলেই প্রত্যেক হাজির জন্য এজেন্সিদের ২৫ হাজার রিয়াল (সৌদি মুদ্রা) করে জরিমানা গুনতে হবে।

বৃহস্পতিবার সৌদি আরবের পাসপোর্ট দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ক্যাপ্টেন আব্দুল রহমান আল খাতামি জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর হাজিদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব এজেন্সিগুলোর। তাই নির্ধারিত সময়ের মধ্যে হাজি দেশে না ফিরলে জরিমানা এজেন্সিগুলোকেই দিতে হবে।

আল-আখবারিয়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অতীতে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠায় তদন্তের জন্য বেশ কিছু এজেন্সিকে তলব করা হয়েছিল। এ পর্যন্ত ২০৮টি প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে প্রত্যেক হাজির জন্য কমপক্ষে ২৫ হাজার রিয়াল করে জরিমানা করা হবে।

খাতামি জানান, এবার করোনার সংক্রমণের কারণে আগের চেয়ে কঠোরভাবে ভিসা আইন প্রয়োগ করা হবে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর