স্ত্রীকে শিক্ষা দিতে আত্নগোপনে যুবক, উদ্ধার করল পুলিশ

আপডেট: March 18, 2022 |

তারেকুজ্জজামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের- চর-কৃষ্ণপুর গ্রামের সুজন বেপারী
তার স্ত্রীর নিপা আক্তারের সাথে অভিমান করে আত্নগোপনে চলে যায় প্রায় দেড় মাস আগে।
জানা যায়, সুজন বেপারী সৌদি আরব থাকেন। তিনি গত ১৮ জানুয়ারি ৪ মাসের ছুটিতে
দেশে আসেন, তার এক সপ্তাহ পর স্ত্রীকে নিয়ে কারির হাট জালালের মোড় শ্বশুর বাড়ি বেড়াতে যান। সেখানে ২৮ জানুয়ারি  স্ত্রীর জ্বর হলে তার জন্য ওষুধ আনার কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরেননি সুজন বেপারী। সম্ভাব্য সকল স্থানে
খোঁজ করার পরেও তার সন্ধান না পেয়ে স্ত্রী নিপা আক্তার আইনের সহযোগিতা কামনা করে থানায় জিডি করেন।
পরবর্তিতে সদরপুর থানা পুলিশ সুজন বেপারীর অনুসন্ধানে কাজ শুরু করেন, পুলিশ জানায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা জানতে পারেন সুজন বেপারীর অবস্থান কক্সবাজার। তারপর কক্সবাজার থানা পুলিশের সহযোগিতায় তাকে একটি খাবার
হোটেল থেকে ১৮-০৩-২০২২ তারিখ উদ্ধার করে নিয়ে আসেন সদরপুর থানা পুলিশের একটি টিম। সদপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানায়, সুজন বেপারী নিজ ইচ্ছায় আত্নগোপনে ছিলেন সেখানে গিয়ে তিনি তার মোবাইল ফোনটি বিক্রি করে দেয় এবং একটি খাবার হোটেলে থাকা খাওয়া বাবদ তিন হাজার টাকা বেতনে কাজ নেয়।

উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে সুজন বেপারী জানায় স্ত্রী তাকে ঠিক মত ভালোবাসে না, বিদেশ থেকে এসে যে ভালবাসা স্ত্রী থেকে আসা করেছিলো সে তা পাচ্ছে না, নিজেদের এ ব্যক্তিগত সমস্যা নিয়েই মনো মালিন্য হয়, তাই স্ত্রীকে শিক্ষা দিতেই তিনি  আত্নগোপনে গিয়ে ছিলেন।
পরে সদরপুর থানা পুলিশ স্বামী স্ত্রী উভয়ের অভিভাবকদের ডেকে তাদের কাছে তাকে হস্তান্তর করেন।

Share Now

এই বিভাগের আরও খবর