মহেশ কন্যা বললো, বাবা তোমার মুখ উজ্জ্বল করব

আপডেট: March 20, 2022 |
print news

‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। এই অভিনেতার কন্যা সিতারা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সিতারার।

বড় পর্দায় বাবার সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি সিতারা। শুধু আনন্দিত নয়, বাবার মুখ উজ্জ্বল করতে চায় এই খুদে তারকা। এ নিয়ে সিতারা তার ভেরিফায়েড টুইটারে এক পোস্টে লিখেছে, ‘সরকারু বারি পাতা’ সিনেমার টিমের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আশি খুবই আনন্দিত। বাবা, আশা করি আমি তোমার মুখ উজ্জ্বল করব।’

পিংক ভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমায় ‘পেনি’ গানে মহেশ বাবুর সঙ্গে পারফর্ম করেছে সিতারা। এ গানে বাবার সঙ্গে নাচে স্টেপে নেচেছে সিতারা, ঠোঁট মিলিয়েছে। এ গানের ভিডিও প্রকাশ্যে আসার পর দর্শকরাও তার প্রশংসা করেছেন।

‘সরকারু বারি পাতা’ সিনেমাটিতে মহেশ বাবুর বিপরীতে আছেন কীর্তি সুরেশ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীর সঙ্গে মহেশের এটি প্রথম সিনেমা। সিনেমাটি পরিচালনা করছেন পরশুরাম। আগামী ১২ মে এটি মুক্তির কথা রয়েছে।

ব‌্যক্তিগত জীবনে নম্রতা শিরোদকরের সঙ্গে গাটছড়া বেঁধেছেন মহেশ বাবু। এ দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র গৌতম ও কন‌্যা সিতারা। ২০১২ সালে জন্ম হয় সিতারার।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর