ভারতে এলপি গ্যাসসহ জ্বালানি তেলর দাম বৃদ্ধি

আপডেট: March 24, 2022 |
print news

আবারও ভারতে জ্বালানি তেল আর এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়লো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে অস্থিতিশীল বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ার ফলেই এবার ভারতেও তেলের দাম বৃদ্ধির ঘোষণা এলো।

মাত্র তিন মাসের ব্যবধানেই দেশটিতে পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা বেড়ে ১০৫ দশমিক ৫১ রুপি হয়েছে আর ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হয়েছে ৯০ দশমিক ৬২ রুপি। অন্যদিকে এলপি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ রুপি বেড়ে হয়েছে ৯৭৬ রুপি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২২ মার্চ) থেকে নতুন নির্ধারিত এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন।

প্রতিবেদনে আরও জানানো হয়, বিশ্বব্যাপী ক্রমাগত তেলের দাম বৃদ্ধি ২০২১ সালের নভেম্বরের পর ভারত সরকারের পরিচালিত সংস্থাগুলো পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করেনি।

এদিকে গত ২০ মার্চ শিল্পক্ষেত্রের ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে একেবারে ২৫ টাকা। তবে পেট্রোল পাম্পে যানবাহনের জ্বালানি হিসেবে ডিজেলের দাম অপরিবর্তিতই ছিল। রোববার রাজধানী দিল্লির পেট্রোল পাম্পে এক লিটার ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা রাখা হলেও শিল্পক্ষেত্রে সেই দাম রাখা হয় ১১৫ টাকা। এছাড়া মুম্বাইয়ে সেই দাম রাখা হয় ১২২ টাকা ৫ পয়সা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর