‘যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মতো রাষ্ট্রীয় ডাকাতিতে রাশিয়া জড়ায় না’

আপডেট: March 23, 2022 |
print news

ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে সতর্ক করে বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার বদলা নিতে রাশিয়া যুক্তরাষ্ট্রে সাইবার আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।

বাইডেনের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ। সাইবার আক্রমণ করার পরিকল্পনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি।

উল্টো দিমিত্রি পেসকোভ মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মতো রাষ্ট্রীয় ডাকাতিতে জড়ায় না রাশিয়া।

সূত্র: আলজাজিরা

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর