পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ভ্লাদিমির পুতিনের ‘পিঠ দেয়ালে ঠেকে গেছে’। এজন্যই পুতিন রাসায়নিক বা জৈবিক অস্ত্রের সাহায্য নেওয়ার আশঙ্কা বাড়িয়েছেন।
বাইডেন আশঙ্কা করেন, দিন দিন মরিয়া হয়ে ওঠা পুতিন ইউক্রেনে আরও বর্বর কৌশল অবলম্বন করতে পারেন। সম্ভবত রাসায়নিক অস্ত্রের ব্যবহার করে তিনি ভয়ানক প্রতিরোধকে অতিক্রম করতে চান।
সোমবার ওয়াশিংটন ডিসিতে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বিশ্বাস করেন, রাশিয়া নতুন একটি ‘অতর্কিত হামলা’ চালানোর প্রস্তুতি নিয়েছে।
বাইডেন বলেন, পুতিন আমাদের (ন্যাটো) ঐক্যের মাত্রা বা শক্তি অনুমান করতে পারেননি। এখন তার পিঠ যত বেশি দেয়ালের সাথে ঠেকবে, তত বেশি তিনি হিংস্র হয়ে উঠবেন, তত বেশি কৌশল ব্যবহার করতে পারেন।
বাইডেন বলেন, ক্রেমলিনের প্লেবুকে ‘মিথ্যা-পতাকা অপারেশন’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউক্রেনে জৈবিক পরীক্ষাগার চালানোর জন্য আমেরিকাকে অভিযুক্ত করে পুতিন এই আশঙ্কা জাগিয়েছেন যে তিনি তার সেনাদের দিয়ে রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহারের জন্য স্থল প্রস্তুত করছেন। অতীতে তিনি (পুতিন) রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন এবং সামনে কী হতে যাচ্ছে তা নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত।
বাইডেন বলেন, ‘পুতিন জানেন সম্মিলিত ন্যাটো জোটের কারণে মারাত্মক পরিণতি হবে।’
এর আগে যুক্তরাষ্ট্র ও মিত্ররা বারবার বলে এসেছে, রাশিয়া এ ধরনের অস্ত্র ব্যবহারে এগিয়ে এলে এর পরিণতি ভালো হবে না।
মার্চের শুরুতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে সতর্ক করে বলেছিলেন, মস্কো যদি ইউক্রেনে রাসায়নিক বা জৈবিক অস্ত্র মোতায়েন করে, তাহলে পরিণতি ভোগ করবে।
এদিকে টানা ২৭তম দিনের যুদ্ধের পর এবার ‘ট্রার্নিং পয়েন্টে’ পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন। হয় সমঝোতা, না হয় চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দফায় দফায় ‘শান্তি বৈঠক’ ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তথ্যসূত্র: সিএনবিসি নিউজ, বিবিসি