ইউক্রেনে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার ‘সত্যিকার’ হুমকি : জেলেনস্কি

আপডেট: March 25, 2022 |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনে মস্কোর রাসায়নিক অস্ত্র ব্যবহার ‘সত্যিকার’ অর্থেই একটি ভয়ংকর হুমকি। দেশটির বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইতোমধ্যে ফসফরাস বোমা ব্যবহার করায় রাশিয়াকে দায়ী করা হয়। খবর এএফপি’র।

ভিডিও লিঙ্কের মাধ্যমে ব্রাসেলসে জি-৭ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন ভূখন্ডে রাশিয়ার পুরোদমে রাসায়নিক অস্ত্র ব্যবহারের এমন হুমকি পুরোপুরি সত্যি।’

তিনি আরো বলেন, কিয়েভ তথ্য পেয়েছে যে, রাশিয়ার সৈন্যরা ‘ইউক্রেনে নিরীহ নাগরিকদের বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহার করেছে।’

ইউক্রেনের এ নেতা রাশিয়ার সাথে বাণিজ্য করার ক্ষেত্রে ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানিয়েছেন।

তিনি ‘যুদ্ধের সময়’ জিপিএস নেভিগেশন সিস্টেম ব্যবহার করা থেকে রাশিয়াকে বিরত থাকারও আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, রাশিয়ার বিভিন্ন ব্যাংককে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে একেবারে বাদ দিতে হবে এবং মস্কোর জব্দ করা সম্পদ ইউক্রেনের কাছে ফেরত দিতে হবে।

জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনে এ যুদ্ধের কারণে ‘বিশ্বব্যাপী মারাত্মক খাদ্য সংকট দেখা দিতে পারে।

তিনি বলেন, ‘এ যুদ্ধ দীর্ঘদিন চললে ইউক্রেনের উৎপাদিত খাদ্য পণ্য বিশ্ব বাজার খুবই কম পাবে।’

উল্লেখ্য, গম ও ভুট্টাসহ কৃষিজাত খাদ্য পণ্যের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক মাস আগে তার ইউক্রেন আগ্রাসন শুরু করেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর