হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আপডেট: March 25, 2022 |
print news

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডার ফেডারেল আদালতে তিনি এ মামলাটি করেন।এনডিটিভি এ খবর জানিয়েছে।

মামলার এজাহারে ট্রাম্প বলেন, ২০১৬ সালের নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনের মিথ্যা অভিযোগ আনা হয়েছিল।

মামলায় হিলারি ক্লিনটন ছাড়াও ডেমোক্র্যাটিক পার্টির কয়েকজন নেতাকে আসামী করা হয়েছে।

এজাহারে বলা হয়, ‘২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান চলাকালে হিলারি ক্লিনটন ও তার সহযোগিরা অচিন্তনীয় ষঢ়যন্ত্র করেছিলেন।’

প্রসঙ্গত, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।

পরে ২০২০ সালের শেষদিকে জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ক্ষমতা হারান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি পদে থাকাকালে দুইবার অভিসংশনের মুখে পড়েছিলেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর