অর্ধেকের বেশি রুশ ক্ষেপনাস্ত্র ব্যর্থ

আপডেট: March 25, 2022 |
print news

ইউক্রেনে রুশ হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন একাধিক মার্কিন কর্মকর্তা। তারা বলছেন, এই পর্যন্ত যতো সংখ্যক ক্ষেপণাস্ত্রের ব্যবহার হয়েছে তার ৬০ শতাংশই বিস্ফোরণ ঘটাতে বা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলোর ব্যর্থতা হিসেবে বিস্ফোরিত না হওয়া, লক্ষ্যবস্তুতে আঘাত না হানার বিষয়টি আমলে নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের এই দাবি এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বিবিসির পক্ষে। তবে, এই দাবিতে রুশ সেনাদের সক্ষমতা নিয়ে আবারও প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউক্রেনে অভিযান শুরু পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ১০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা। তবে কী পরিমাণ ক্ষেপণাস্ত্র সফলতা পেয়েছে সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।

রয়টার্স জানায়, এ বিষয়ে রাশিয়া থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর