আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আপডেট: March 27, 2022 |
print news

রাজধানী ও আশপাশের কিছু এলাকায় প্রায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন মেরামতের কাজের জন্য রবিবার (২৭ মার্চ) এ গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

শনিবার (২৬ মার্চ) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি কাজের জন্য গোদনাইল, এনায়েত নগর, বউবাজার, লাকি বাজার, হাজিগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা পোস্ট অফিস, সস্তাপুর, জেলখানা এলাকা, হাজীগঞ্জ, শিবুপুর মার্কেট, পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাড়া, খানাপুর, কিল্লাপুর, তল্লা, কুতুবপুর, ধর্মগঞ্জ, তক্কার মাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদরাকপুর ও কুতুবপুর এলাকায় রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর