ফরিদপুরে বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

আপডেট: March 28, 2022 |
print news

ফরিদপুরে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় মারা গেছেন কলেজ শিক্ষক মো. সালাহউদ্দিন (৪০)।

রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফরিদপুর পৌরসভার গঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষক সালাহউদ্দিন মাগুরা সদরের শত্রুজিৎপুর কলেজের শিক্ষক ছিলেন। তিনি ফরিদপুর পৌরসভার গঙ্গাবদী এলাকার বাসিন্দা। তার চার মেয়ে ও এক ছেলে রয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, সোহাগ পরিবহনের একটি বাস যশোরের দিকে যাচ্ছিলো। সেসময় নিহত ওই শিক্ষক মাগুরা থেকে কলেজের শিক্ষকতার কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। শহরের গঙ্গাবর্দী এলাকায় মোটরসাইকেলটি বাড়ির সামনের এলাকায় পৌঁছালে বাসটি চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় কলেজ শিক্ষক সালাহউদ্দিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক উত্তম রায় বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর