আজ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

আপডেট: March 31, 2022 |
print news

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মিত্রদেশ অস্ট্রেলিয়ার স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার এ ভাষণ দেয়ার কথা রয়েছে। রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনীয় জনগণের প্রতিরোধে সহায়তার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাবেন জেলেনস্কি।

ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বাড়ানোর অংশ হিসেবে এ ভাষণ দেবেন তিনি। চলমান হামলাটি প্রথম মাস পেরিয়ে দ্বিতীয় মাসে গড়িয়েছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের এক বক্তব্যে জেলেনস্কির ভাষণ দেয়ার বিষয়টি প্রথম উঠে আসে।

এর আগে দেশটির সরকারদলীয় ও বিরোধী দলের এমপিরা একযোগে ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এর আগে, অস্ট্রেলিয়া কিয়েভকে ৯১ মিলিয়ন ডলার সমমূল্যের সামরিক সহায়তা ও ৬৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেয়।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাজেট অধিবেশন চলাকালে বক্তব্য দেবেন জেলেনস্কি।

পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানের শুরুর পর ইতোমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, জার্মানি, ইসরাইল ও জাপানের পার্লামেন্টে ভাষণ দেন জেলেনস্কি। এ তালিকায় সবশেষ যুক্ত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

এর আগে সবশেষ ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে ইউক্রেনের বর্তমান সংকটের সঙ্গে ইসরাইলের ইতিহাসের তুলনা টানেন জেলেনস্কি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর