আত্মসমর্পণ করলেই কেবল হামলা বন্ধ হবে: পুতিন

আপডেট: March 31, 2022 |

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। রুশ বাহিনী দেশটির বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে। এই অবস্থায় ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের শর্তে মারিউপোলে হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে পুতিন এমনটাই জানিয়েছেন বলে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেছেন, মারিওপোলের জাতীয়তাবাদীদের অবশ্যই অস্ত্র রেখে দিতে হবে। অন্যদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানান, মারিউপোলে আটকা পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়ে রাজি হয়েছেন পুতিন।

রাশিয়ার সীমান্তের একেবারে কাছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোল। আর এই শহরেই রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। এর আগে, ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর