ভূইয়ম উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

আপডেট: April 1, 2022 |

বাংলাদেশ সরকারের শিক্ষা খাতে উন্নয়নের ধারাবাহিকতায় আজ শুক্রবার বেলা ৪ টায় নরসিংদীর ভূইয়ম উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন ধরে শ্রেণী কক্ষ সংকটে ভোগা শিক্ষার্থীদের দাবি ছিল নতুন একাডেমিক ভবন নির্মাণের। এরপর  শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর আওতাধীন এ ভবনটি নির্মিত হয়।

নরসিংদী -২ আসনের সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটন এর শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সরকার শিক্ষা প্রসারের লক্ষে বিনামূল্যে বই বিতরন সহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।”

প্রধান অতিথি বক্তব্যে নরসিংদী -২ আসনের  সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন,”অবহেলিত দুর্দশাগ্রস্ত ভূইয়ম উচ্চ বিদ্যলয়কে তিনি সার্বক্ষণিক তদারকি করে আসছেন।এরই ফলস্বরুপ আজ ভূইয়ম উচ্চ বিদ্যালয় অভাবনীয় সাফল্যের পথে।”
তিনি আরো বলেন,”আমি শিক্ষক ও শিক্ষার্থীদের বিবেচনায় পাশের একটি দাখিল মাদ্রাসা ও লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় এমপিওভূক্তকরন করি।”

উদ্বোধন অনুষ্ঠানটে সভাপতিত্ব করেন ইঞ্জিঃ ইশতিয়াক হোসেন শওকত। এ সময় শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর