রূপগঞ্জে ক্যামিকেল কারখানায় দগ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট: April 2, 2022 |
print news

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার লিলি ক্যামিক‍্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ মুজাহিদ (২৩) মারা গেছেন।

শনিবার ভোরে ৪টা ১০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।

তিনি বলেন, কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ মুজাহিদ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ জনে। এখনো সাতজন এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, শুক্রবার দগ্ধ আকালু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর