ফিল্ম অ্যাকাডেমি থেকে পদত্যাগ করলেন উইল স্মিথ

আপডেট: April 2, 2022 |

৯৪তম অস্কার আসরে সঞ্চালক মার্কিন কমেডিয়ান ক্রিস রককে কষে চড় মেরে তুমুল সমালোচনার মধ্যে অবশেষে ফিল্ম অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন অভিনেতা উইল স্মিথ।

গত সোমবারের চড় মারার ঘটনা নিয়ে অস্কার একাডেমি কর্তৃপক্ষ নিন্দা জানিয়ে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়ে ছিল।

নিজের অপরাধ স্বীকার করে শুক্রবার তিনি ফিল্ম অ্যাকাডেমি (অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্স) থেকে পদত্যাগ করেন।এক বিবৃতিতে উইল স্মিথ বলেন, আমার কৃতকর্মের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত।

আসলে বিষটি ছিল খুবই অমানবিক, জঘন্য ও ক্ষমার অযোগ্য। এজন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে প্রস্তুত আছি।

উল্লেখ্য, গত সোমবার ভোরে হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক।

একে একে সবার কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে।

ক্রিস রক বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা।‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর।

সেই ছবিতে তার মাথায় চুল ছিল না।ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই।কিন্তু সেটি স্টাইলের কারণে নয়।

তিনি রোগে আক্রান্ত। সেই কারণেই তার মাথায় চুল নেই। এই রসিকতায় প্রচণ্ড চটে যান উইল স্মিথ।

আসন ছেড়ে মঞ্চে উঠে গিয়ে উইল স্মিথ কষে এক থাপ্পড় মারেন ক্রিসের গালে। পরে বিষয়টিকে হালকা করতে ব্যাখ্যা দিচ্ছিলেন ক্রিস।

আসনে ফিরে চিৎকার করে স্মিথ ক্রিসের উদ্দেশে উইল স্মিথ বলতে থাকেন, ‘তোমার নোংরা মুখে আমার স্ত্রীর নাম নেবে না।’ অবশ্য পরে এ ঘটনার জন্য একাডেমি কর্তৃপক্ষ ও সহশিল্পীদের কাছে ক্ষমা চেয়ে নেন স্মিথ।

এদিকে থাপ্পড় খেয়ে হতভম্ব ক্রিস দর্শকদের উদ্দেশে বলেন, টেলিভিশনের ইতিহাসে এটা একটা স্মরণীয় রাত হয়ে থাকবে।

ঘটনায় চমকে যান আয়োজক ও উপস্থিত সাংবাদিকেরা।
শুরুতে ঘটনাটিকে সাজানো বলে মনে করলেও দ্রুত সবাই বুঝে ফেলেন যে এটা পূর্বপরিকল্পিত নয়, বরং এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

উল্লেখ্য, ‘কিংরিচার্ড’ ছবিতে রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য এবারের (৯৪তম) অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর