ভোট দিলেই নগ্ন হবেন পুনম পাণ্ডে

আপডেট: April 3, 2022 |
print news

নগ্নতা নিয়ে খুব একটা মাথা ঘামান না পুনম পাণ্ড। এসব তার কাছে ডাল-ভাত। আর তাই তো তিনি ঘোষণা দিয়েছেন, তাকে ভোট দিলে নগ্ন হবেন অনুরাগীদের সামনে।

কঙ্গনা রণৌতের সঞ্চালনায় ‘লক-আপ’ নামের একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগী পুনম। তিনি এখন ডেঞ্জার জোনে আছেন। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাকে পর্যাপ্ত ভোট পেয়ে ডেঞ্জার জোন থেকে বেরিয়ে আসতে হবে।

সেজন্য তিনি তার অনুরাগীদের কাছে ভোট চেয়ে বলেন, ‘দয়া করে আমাকে বাঁচান সবাই। আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে টি-শার্ট না পরেই লাইভে এসে আড্ডা দেব। সেই সঙ্গে সারপ্রাইজও আছে।’

এদিকে, কঙ্গনার এই শো ঘিরেও দেখা দিয়েছে বিতর্ক। নেটিজেনরা শুরু থেকেই বলে আসছেন, এটা জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের নকল। ‘লক-আপে’ প্রতিযোগী হিসেবেও বেছে নেওয়া হয়েছে এমন ১৬ জনকে যারা কোনো না কোনো বিতর্কে জড়িয়েছেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর