ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ১২

আপডেট: April 4, 2022 |

ইকুয়েডের দক্ষিণাঞ্চলে একটি কারাগারে দুই দল বন্দীর মধ্যে লড়াইয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার ভোর (৩ এপ্রিল) দেশটির কুয়েঙ্কা এলাকার তুরি কারাগারে এই সংঘাতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্টের প্রেস সচিব।

নিহত ১২জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি।

ইকুয়েডরের ওই কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে অধিক বন্দী থাকার ব্যবস্থা করা হয়েছে।

দাঙ্গার পর দেশটির সরকার সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ এবং সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য মোতায়েন করেছে।

দেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কারাগারে এমন দাঙ্গা হয়। এসব কারাগারে মাদক চোরাচালানের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের রাখা হয়। কারাগারে গ্যাং সম্পর্কিত মারামারিতে শুধুমাত্র গতবছরেই ৩২০ জন বন্দী প্রাণ হারিয়েছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে সবচেয়ে মারাত্মক দাঙ্গা হয়েছিল দেশটিতে। সে সময় ১১৬ জন বন্দী মারা যায় এবয ৮০ জন আহত হয়েছিলেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর