বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হওয়ার আশঙ্কা নেই: এডিবি

আপডেট: April 6, 2022 |
print news

বাংলাদেশের অর্থনীতি ধারবাহিকভাবে ভালো করেছে। কোভিডের ধকল কাটিয়ে উচ্চ প্রবৃদ্ধির বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেশটির অবস্থান অনেক ভালো।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এ মন্তব্য করেন।

তিনি জানান, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হওয়ার আশঙ্কা নেই। এডিমন গিনটিংয়ের মন্তব্য, বিদেশি ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। শ্রীলংকার সেখানে বড় দুর্বলতা ছিল। এছাড়া যুদ্ধের পর শ্রীলংকার অর্থনৈতিক পরিস্থিতি ভালো খারাপের মধ্য দিয়ে যাচ্ছিল। কোভিড-১৯ পরিস্থিতি যা আরও নাজুক করেছে।

এক প্রশ্নের জবাবে এসব যুক্তি তুলে ধরেছেন এডিবির বাংলাদেশ প্রধান।

সংস্থার নিয়মিত প্রকাশনা এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২২ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনলাইন প্ল্যাটফমে এ আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এডিবির পর্যবেক্ষণ থেকে কর্মকর্তারা বলেন, বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এখনও মধ্যম বা সহনীয় পর্যায়ে আছে। এ সময় এডিবির সিনিয়র কানিট্র স্পোশালিস্ট চুন চ্যাং হ্যাং এবং অন্যান্য কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর