কিয়েভ সফরে যাচ্ছেন ইইউ’র শীর্ষ কর্মকর্তারা

আপডেট: April 8, 2022 |

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাদের। শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্টেশনে ইইউ’র দুই কর্মকর্তার সঙ্গে দেখা গেছে উরসুলা ভন ডার লিয়েনকে। সফরে কিয়েভে কী বিষয়ে আলোচনা হবে, এ নিয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানাতে তাদেরই এই সফর।

যুদ্ধের শুরু থেকেই দেশটির সরকার এবং জনগণের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার অভিযানের পর এই প্রথম কোনও ইইউ’র শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কিয়েভ সফরে যাচ্ছেন।

কিয়েভের আশপাশে পাশ থেকে রুশ বাহিনী চলে যাওয়ায় আবারও নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় সেনারা। শহরগুলোতে রাশিয়ার হামলার ধ্বংসযজ্ঞ স্থাপনা অপসারণ করা হচ্ছে। রাশিয়া জানিয়েছে, তাদের বাহিনী এখন ইউক্রেনের পূর্ব দিকে নজর দেবে। রাশিয়া ইউক্রেনের ডনবাসে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে জেলেনস্কির সরকার।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর