জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবে ইমরানের দল

আপডেট: April 11, 2022 |
print news

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) সব সদস্য জাতীয় পরিষদ থেকে সোমবার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন রোববার সিনিয়র পিটিআই নেতা এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে যদিও শোনা যাচ্ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে মনোনয়ন দিয়েছে সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এ বিষয়ে সিনিয়র পিটিআই নেতা এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, তার দল সোমবার জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবে যদি প্রধানমন্ত্রী হিসাবে পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফের মনোনয়নের বিষয়ে দলের আপত্তির সুরাহা না হয়।

এদিকে, নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শেহবাজ শরীফ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার সকাল ১১টায় জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিলো। তবে তা পিছিয়ে যায় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর