শ্রীপুরে অটোরিক্সা উল্টে স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট: April 12, 2022 |
print news

গাজীপুরের শ্রীপুরে অটোরিক্সা উল্টে নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মালিহা মমতাজ মোবিনা। মঙ্গলবার দুপুরে শ্রীপুরের বরমীর পাঠানটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালিহা পাঠানটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, দুপুর দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে বরমী কলেজ রোড পারাপার হওয়ার সময় একটি অটোরিক্সায় নিয়ন্ত্রণ হারিয়ে মালিহার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই স্কুল ছাত্রী।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। তবে, চালককে আটক করা যায়নি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর