মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৫
আপডেট: April 15, 2022
|

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ৭ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৬ কেজি ২২৫ গ্রাম গাঁজা, ৪৩৬ গ্রাম ৫১০ পুরিয়া হেরোইন ও ১ হাজার ৪২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।