আইপিএলে , দিল্লি ক্যাপিটালস দলে করোনার হানা

আপডেট: April 18, 2022 |
print news

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসে হানা দিয়েছে করোনা। দলের একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এ জন্য গোটা দলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দিল্লির পরবর্তী ম্যাচ পুনেতে হওয়ার কথা ছিল।

তবে এ পরিস্থিতিতে মোস্তাফিজরা আপাতত পুনেতে যাচ্ছেন না। খেলোয়াড় এবং দলের অন্য সদস্যরা আইসোলেশনে রয়েছেন।

সোম ও মঙ্গলবার খেলোয়াড়দের ফের কোভিড পরীক্ষা করা হবে। এর আগে দিল্লি ক্যাপিটালসের দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। তা সত্ত্বেও শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে দিল্লি।

এদিকে আগামী বুধবার পুনেতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার কথা দিল্লির। দিল্লি দলে করোনা হানা দেওয়ায় ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

সূত্র : ক্রিকবাজ

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর