জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ, আহত ৩১

আপডেট: April 22, 2022 |

জেরুজালেমের আল-আকসা মসজিদের চত্বরে ফিলিস্তিনিদের সঙ্গে ফের ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইসরাইলি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ৩১ ফিলিস্তিনি আহত হন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ১৪ ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধ করতে আরব লিগের আহ্বানের পর দিনই এ ঘটনা ঘটল। বৃহস্পতিবার জোটটি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডের ভেতরে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানায়।

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ধরনের কর্মকাণ্ড মুসলিম অনুভূতির জন্য স্পষ্ট অপমান এবং এর ফলে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে জোটটি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর