রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিতবে বলে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র

আপডেট: April 24, 2022 |

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিতবে বলে তারা নিশ্চিত। রোববার বিবিসিকে এ কথা বলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।

রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সস্কি বলেছেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের কিয়েভ সফর আশা করছেন।

এ ব্যাপারে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। কিন্তু মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে বিবিসির সাথে কথা বলছে।

প্রাইস বলেছেন, ‘তিনি আত্মবিশ্বাসী যে জেলনসস্কি যুদ্ধে জয়লাভ করবেন।’

তিনি বলেন,‘এটি ইউক্রেনের জন্য একটি বিজয় হতে যাচ্ছে; এটি রাশিয়ার জন্য একটি কৌশলগত পরাজয় হতে যাচ্ছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা যথেষ্ট ভারী অস্ত্র সরবরাহ করছে কিনা জানতে চাইলে প্রাইস বলেন,‘আমাদের ইউক্রেনীয় অংশীদারদের এই রাশিয়ান আগ্রাসন বন্ধে যা করতে হবে আমরা তার প্রয়োজনীয় সব পাঠিয়েছি।’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর