সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষেধ

সময়: 7:31 am - April 25, 2022 | | পঠিত হয়েছে: 4 বার

সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

রবিবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

মন্ত্রণালয়ের উপসচিব আ.ন.ম নাজিম উদ্দীনের সই করা গেজেটে বলা হয়, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ধারা ৩ এর উপধারা (২) এর ক্ষমতাবলে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছরের মতো এবছরও আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যেকোনও প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই গেজেট জারি করা হলো।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর