বিসিবির দরিদ্র স্টাফদের ঈদ উপহারের জন্য ১০ লাখ টাকা পাঠালেন সাকিব

আপডেট: April 27, 2022 |
print news

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ১০ লাখ টাকা পাঠিয়েছেন সাকিব আল হাসান। তবে উদ্দেশ্য মহৎ। টাকাটা তিনি পাঠিয়েছেন ঈদ উপহার হিসেবে। আর সেটা পাবেন বিসিবির নিম্ন পদে কাজ করা স্টাফরা। সেই তালিকায় আছেন অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী ও মাঠকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।

 

টাকা পাঠিয়ে সাকিব এও বলে দিয়েছেন যে, টাকাটা যেন স্টাফদের মধ্যে সমানভাবে বন্টন করা হয়। এমনকি টাকাটা কারা কারা পাবেন সেটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন।

এমন ঈদ উপহার সাকিব প্রথম পাঠালেও বিসিবি’র স্টাফদের জন্য প্রথম নয়। সাকিব আল হাসানের আগেও অনেক ক্রিকেটার ঈদ উপলক্ষ্যে এভাবে উপহার পাঠিয়েছিলেন স্টাফদের জন্য।

উপহার যেন সুশৃঙ্খলভাবে বণ্টন হয়, সেজন্য বিসিবির মাধ্যমে দিয়েছেন সাকিব।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর