শ্রীলংকা টেস্টে মিরাজের পরিবর্তে খেলবেন নাঈম

আপডেট: April 27, 2022 |

ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজের পরিবর্তে ১৫মে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টে ডাক পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজের বদলির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাঈম হাসান সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছেন। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট শিকার করেছেন। দীর্ঘদিন পর টেস্ট দলে ডাক পেলেন ২১ বছর বয়সী এই তরুণ বোলার।

গত ২৪ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অলরাউন্ডার মিরাজ।

মিরাজের চোটের বিষয়ে ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, মিরাজের কনিষ্ঠ আঙুলের হার সরে গেছে। এক্স-রে রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়েছে। তার ইনজুরির জায়গায় সেলাইও দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধরে নেয়া যাচ্ছে তার সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর