বাংলাদেশ সফর শেষে ডেনমার্ক ফিরে গেলেন রাজকুমারী

আপডেট: April 28, 2022 |
print news

তিনদিনের বাংলাদেশ সফর শেষে ডেনমার্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।

বুধবার (২৭ এপ্রিল) রাতে ডেনমার্কের রাজকুমারীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন।

ডেনমার্কের রাজকুমারী ২৫ এপ্রিল ঢাকায় আসেন। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। ঢাকা থেকে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

কক্সবাজার থেকে ঢাকায় এসে তিনি সাতক্ষীরা যান। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সুন্দরবন ভ্রমণ করেন।

২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন ডেনমার্কের এই রাজকুমারী।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর