ইউক্রেনের দুইটি অস্ত্র গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

আপডেট: April 28, 2022 |

ইউক্রেনের দুইটি অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনের চারটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এ সময় পূর্ব ইউক্রেনের বারভিনকোভ এবং ইভানিভকার কাছে দুটি ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ কারাখানা ধ্বংস হয়ে যায় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রুশ বাহিনী লুহানস্কের কাছে ইউক্রেনের একটি বিমানও ভূপাতিত করেছে।

এর আগে ইউক্রেনের খারকিভে শনিবার রাতভর হামলা চালিয়ে নয়টি সামরিক স্থাপনাসহ চারটি অস্ত্র গুদাম উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার মিসাইল হামলায় ওই এলাকার আরও চারটি অস্ত্র গুদাম ধ্বংস হয়ে গেছে। এছাড়া দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বিস্ফোরক উৎপাদন কারখানাও রাশিয়ার মিসাইল ধ্বংস করেছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর