রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

আপডেট: May 3, 2022 |
print news

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে আটটায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো.কামরুজ্জামান।

মো. কামরুজ্জামান বলেন, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

তিনি বলেন, ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর