শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু

সময়: 2:06 pm - May 3, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট হতে নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে লঞ্চ, স্পিডবোট ও আধা ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু করা হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে লঞ্চ-স্পিডবোট ও সোয়া ১০টার দিকে ফেরি চলাচল সচল করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে সকাল ৯টার দিকে ঝড়ের প্রভাবে নদী উত্তাল থাকায় যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে লঞ্চ-স্পিডবোট ও পৌনে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বর্তমানে নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ৮টি ফেরি, ১৫৫টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় এবং আলো স্বল্পতার কারণে আধাঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোয়া ১০টা থেকে ফের স্বাভাবিকভাবে যানবাহন পারাপার করা হচ্ছে। এ রুটে এখন ৮টি ফেরি চলছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর