দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে ১৯ ফেরি

আপডেট: May 5, 2022 |
print news

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করছে মানুষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। ঈদে কর্মস্থলে যাত্রীদের পৌছাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রস্তুত রয়েছে ২১টি ফেরি। যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে।

রাজবাড়ীর জেলা পুলিশ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঈদের পর অফিস আদালতের প্রথম কর্মদিবস। দিনের শুরুতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ সেভাবে দেখা যায়নি। তাই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়েছে। পৌনে ১২টার দিকে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়। বর্তমানে এ রুটে ১৯ টি ফেরি চলাচল করছে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার আর শনিবার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় থাকবে। এই দুইদিন স্বস্তিতে মানুষ পদ্মা পাড়ি দিতে পারলে এবার ঈদ যাত্রা সুন্দর সফল হবে। বৃহস্পতিবার দৌলতদিয়া প্রান্তে সেভাবে ভোগান্তি হয়নি বলে জানান যাত্রী ও চালকেরা। ফেরিঘাট ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন দেখা গেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বৈরী আবহাওয়ার মধ্যে জেলা পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

ফেরি বৃদ্ধির ব্যাপারে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, বর্তমানে ১৯টি ফেরি চলাচল করছে।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, যাত্রীদের কর্মস্থলে ফেরা পর্যন্ত রাজবাড়ীর পুলিশ সদস্যরা দৌলতদিয়া ফেরিঘাট সহ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশে কাজ করছেন। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা সেগুলো তদারকি করছেন।

আমি সকল সংস্থার সাথে কথা বলেছি। ঈদযাত্রা যেন স্বস্তির হয়, শুভকর হয় সেলক্ষ্যে সবাই কাজ করবেন বলে প্রত্যাশা করেছেন। তিনি বলেন, কর্মস্থলে যেতে যাত্রী ও যানবাহনের চাপ থাকবে। যাত্রীরা যেন তারাহুরা না করে ধৈর্য ধরে নিয়ম মেনে পুলিশকে সহায়তা করেন। আমি আশা করছি কর্মস্থলে ফেরাটাও সবার জন্য স্বস্তিদায়ক হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর