চীনে বহুতল ভবন ধস, নিহত ৫৩

আপডেট: May 6, 2022 |

চীনে একটি বহুতল ভবন ধসে অন্তত ৫৩ জন নিহত হয়েছে।গত সপ্তাহে দেশটির চাংশা নগরীতে ভবন ধসের ঘটনা ঘটে। তারপর থেকে কয়েক দিন ধরে চলে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার চীনা সংবাদমাধ্যম সিসিটিভি নিহতের এ সংখ্যার কথা প্রকাশ করে বলে জানায় রয়টার্স।

সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ২৯ এপ্রিল ধসে পড়ে। এরপর থেকে চলে উদ্ধারকাজ।এ পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। এদের মধ্যে একজনকে ঘটনার পাঁচ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

ভবন মালিকসহ ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

কয়েকদিন ধরে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস। ভবন ধসের ৫ দিন পর বৃহস্পতিবার মধ্যরাতের পরে ১০ তম এবং শেষ জনকে উদ্ধার করা হয়।হাসপাতালে চিকিৎসার পর বেঁচে যাওয়া সকলের অবস্থা ভালো।

দুর্বল নিরাপত্তা, ভবন নির্মাণে নিয়ম নীতি না মানা ও স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতির কারণে চীনে অসংখ্য ভবন ধসের ঘটনা ঘটছে।

Share Now

এই বিভাগের আরও খবর