জেলেনস্কির সঙ্গে বাইডেনের বৈঠক রোববার

আপডেট: May 7, 2022 |
print news

আগামী রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া এসময় তিনি তার জি৭ মিত্রদেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

রোববার সকালে এই জি৭ ফোরামের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র।

তিনি বলেন, রোববার সকালে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সভাপতিত্বে অনুষ্ঠিত জি৭ বৈঠকে বাইডেন অংশ নেবেন। জি৭ নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন। আর সেখানেই রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিষয়ে আলোচনা হবে।

এ বৈঠকে জি৭ নেতারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের সর্বশেষ অগ্রগতি এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করবেন। এছাড়া ইউক্রেন ও ইউক্রেনের ভবিষ্যতের জন্য সমর্থন এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের জন্য গুরুতর খরচে কীভাবে বাধা আরোপ করা যায়, তা নিয়ে যৌথ প্রতিক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করবেন। সূত্র: সিএনএন

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর