ঈদ শেষে আজ খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান

রোজা ও ঈদের ছুটি শেষে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ। শনিবার স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শেষ হয়েছে।

গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে শনিবার (৭ মে) পর্যন্ত বন্ধ ছিলো স্কুল-কলেজের পাঠদান কার্যক্রম। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিলো ১৪ দিন। এসব প্রতিষ্ঠানে গত ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ছিলো রোজা ও ঈদের ছুটি। একইসাথে আজ খুলছে বিশ্ববিদ্যালয়গুলো। যদিও তারা নিজেদের মতো ছুটি দিয়েছিলো।

করোনা মহামারির আগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পুরো রমজান জুড়েই ছুটি থাকতো। তবে করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানেও ক্লাস চালু রাখে সরকার।

বৈশাখী নিউজ/ জেপা