ইউক্রেন দ্বন্দ্বের ব্যপ্তি যেন নিয়ন্ত্রনহীন হয়ে না যায় : শি জিংপিং

আপডেট: May 9, 2022 |

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে সোমবার ভিডিও কলে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং।

চীনের গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিংপিং জার্মান চ্যান্সেলরকে সতর্কতা দিয়ে বলেছেন, সকল সিদ্ধান্ত ও ব্যবস্থা বুঝেশুনে নিতে হবে। যেন ইউক্রেনের  যুদ্ধ ইউক্রেনের বাইরে চলে না যায়, এমন পরিস্থিতি তৈরি না হয় যেটি নিয়ন্ত্রণ করা যাবে না।

এ ব্যাপারে জার্মান চ্যান্সেলরকে চীনের প্রেসিডেন্ট বলেন, সকল ব্যবস্থা নিতে হবে ইউক্রেন দ্বন্দ্বের তীব্রতা ও ব্যপ্তি যেন বৃদ্ধি না হয়। যা এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

এদিকে জার্মান চ্যান্সেলরকে শি জিংপিং এমন সময় এমন সতর্কতা দিলেন যখন জার্মানি ইউক্রেনকে প্রথমবারের মতো ভারি অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজকে শি জিংপিং বৈশ্বিক নিরাপত্তা সূচকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

বৈশ্বিক নিরাপত্তা সূচকটির মূল উদ্যোক্তা হলেন শি জিংপিং। এটির উদ্দেশ্য হলো বিশ্বকে দেখানো কিভাবে অদৃশ্য হুমকি বিশ্বজুরে রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর