শিল্পকলায় সাধুমেলার ৩৬তম আসর রবিবার

পূর্ণিমা তিথির সাধুমেলার ৩ বৎসর পূর্তি উপলক্ষ্যে সাধুমেলা ৩৬তম আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১৫ মে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ আয়োজন করা হবে। শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

উল্লেখ্য, মহান সাধক ফকির লালন সাঁই ১৭৭৪ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাপাড়া, ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন নিবেদিতপ্রাণ সাধক, দার্শনিক ও মানবতাবাদী কবি। তার মর্মস্পর্শী পদাবলি বাংলার সহজ সরলমনা সংগীতপ্রেমীদের আত্মার খোরাক। দেশে ও দেশের বাইরে মুক্তিকামী অসংখ্য মানুষ লালন ফকিরের ভাববাণীকে নিজ জীবনের ভাবাদর্শ হিসেবে গ্রহণ করছেন। ফকির লালন সাঁইজির অবদান মূল্যায়ন এবং জাতীয় পর্যায়ে এ মহৎ পদকর্তার সংগীতভান্ডারকে আরও জনপ্রিয় করে তার আলোকে জীবন ও সমাজ গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সাধুমেলার আয়োজন করা হয়। ২০১৯ সাল থেকে প্রতি পূর্ণিমায় ‘সাধু মেলা’র আয়োজন শুরু করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বলা যায়, প্রতিষ্ঠানটির সমকালীন কার্যক্রমের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য একটি নিয়মিত আয়োজন।